বসির আহাম্মেদ, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের সারুটিয়া গ্রামে জমি জমা বিরোধকে কেন্দ্র করে বসতভিটা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার সকালে সারুটিয়া গ্রামের আরব আলী নামে এক ব্যক্তির বসতভিটা পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। আরব আলী ওই গ্রামের দিয়ানত জোয়ার্দ্দারের ছেলে।
আরব আলীর ভাইয়ের স্ত্রী চপলা খাতুন জানান, জমিজমা নিয়ে আরব আলীর সাথে তার ভাই রাজ্জাকের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল আর এই বিরোধকে কেন্দ্র করে রাজ্জাকের ছেলে নায়েব আলী তাদের দলীয় লোকজন একই গ্রামের মোঃ খটের ছেলে আক্তার, বক্কার, জালাল, আলালকে সাথে নিয়ে সোমবার সকাল ৭ টার দিকে আগুন ধরিয়ে দেয়। এরপর আরব আলীর বসত ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
অন্য দিকে নায়েব আলীর স্ত্রী জাহিদা খাতুন জানান, তারা পরিকল্পিতভাবে নিজের ঘরে নিজেরাই আগুন ধরিয়ে দিয়ে আমাদের ফাঁসাতে এ নাটক সাজিয়েছে। আমার স্বামীসহ কোন লোকজন এর সাথে কোন রকম জড়িত না।
শৈলকুপা থানা ওসি (তদন্ত) ঠাকুর দাশ বলেন, আমরা খবর শুনে ঘটনাস্থলে এসেছি। সবকিছু দেখে শুনে গেলাম। এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।