মহেশপুর

ঝিনাইদহে “জ্ঞানের মেলা মানব কল্যান সংস্থা”র বৃক্ষরোপন

ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহে ৫’শ তাল গাছ ও ৫’শ সজিনা গাছের চারা রোপন করা হয়েছে। সকালে সদর উপজেলার সাগান্না গ্রাম ও বাওড়ে এ বৃক্ষরোপন করে জ্ঞানের মেলা মানব কল্যান সংস্থা নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। এতে সংগঠনের সভাপতি কৃষিবিদ ইবাদ আলী, সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান মোজ্জামেল হকসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেসময় তারা সজিনা ও তাল গাছের উপকারীতা ও বৃক্ষরোপন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। আলোচনা শেষে বাওড়ের পাড়ে ও গ্রামের মধ্যে সজিনা ও তালের ১ হাজার গাছ রোপন করেন।

যশোরে প্রতিষ্ঠিত জ্ঞানের মেলা মানব কল্যান সংস্থাটি ৪ টি জেলা নিয়ে বৃক্ষরোপন, ফলগ্রাম স্থাপন, নিরক্ষরতা দুরীকরণসহ বিভিন্ন সেচ্ছাসেবীমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button