ঝিনাইদহ সদরনির্বাচন ও রাজনীতি

সমাবেশকে ঘিরে শতাধিক নেতাকর্মীদের মারধরের অভিযোগ ঝিনাইদহ জেলা বিএনপির

ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের আসার পথে মারধর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। বুধবার সকাল ১১ টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম.এ মজিদ।

লিখিত বক্তব্যে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম.এ মজিদ বলেন, জ¦ালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে বিনা বাঁধায় স্বদেশ প্রত্যাবর্তন, বিএনপির কার্যালয় ভাংচুর ও নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাটের প্রতিবাদে গত ৩০ আগস্ট (মঙ্গলবার) শহরের উজির আলী স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এই সমাবেশে জেলার ৬টি উপজেলা থেকে নেতাকর্মীরা আসতে থাকে। তৃণমুল নেতাকর্মীরা যেন এই সমাবেশে অংশগ্রহণ করতে না পারে এজন্য এই সরকার দলীয় ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা পুলিশের সামনেই বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে লাঠি, রামদা, হকিস্টিক ও হাতুড়ি দিয়ে নিরীহ নেতাকর্মীদের উপর হামলা চালায়। এই হামলায় বিএনপির প্রায় ১১৩জন নেতাকর্মী আহত হয়েছেন।

তিনি আরো বলেন, আহতদের মধ্যে অন্তত ২৭ জন ঝিনাইদহ, যশোর ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলায় আহত কোটচাঁদপুর উপজেলা যুবদল নেতা সিরু ও আশরাফ মারাত্মক আহত হয়। তাদের যশোর সদর হাসপাতালে চিকিৎসা চলছে। গত মঙ্গলবারের বিক্ষোভ সমাবেশ ঠেকানোর জন্য হামলার পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় সকাল থেকে ভারি যানবাহন বন্ধ করে দেওয়া হয়। তারপরও সমাবেশস্থল মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এই কর্মসূচীতে ভীত হয়ে সন্ত্রাসীরা বাড়ি ফেরার পথে আবারও হামলা চালায়। এয়াড়াও বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়।

জেলা বিএনপির সভাপতি আরো বলেন, গত মঙ্গলবারের বিক্ষোভ সমাবেশকে ঘিরে সাগান্না ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় কার্যালয় রাতের আঁধারে নিজেরা অগ্নিসংযোগ করে বিএনপির ১২ জন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। এইভাবে একের পর এক মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা ও হয়রানি করা হলে জেলাতে অবরোধ ও হরতালের মত কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুশিয়ারি দেন তিনি।

জেলা বিএনপির সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button