মহেশপুরে জমি-জমা নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে যখম
ঝিনাইদহের চোখ-
বাড়ীতে জমি-জমা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। আর এ বিরোধের জের ধরে মাঠে কাজ করা অবস্থায় দুপুরে দা দিয়ে কুপিয়ে আহত করা হয় বৃদ্ধ মজনুর রহমান (৭০)কে। মাঠে উপস্থিত কর্মরতরাই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করে।
এ ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে।
এ ঘটনায় আহত মজনুর রহমানের ছেলে সাইফুল ইসলাম বিকালে বাদি হয়ে মহেশপুর থানায় ৭ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানাগেছে, জমা-জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশী শাহাবুল হোসেন,শাজাহান আলী,আনিচুর রহমান,হাফিজুর রহমান,বজলু রহমান,আনারুল ও আমিনুর রহমান দা ও হাসুয়া নিয়ে মাঠে গিয়ে বৃদ্ধ মজনুর রহমানকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করে মাঠেই ফেলে রেখে আসে। পরে মাঠে কর্মরত লোকজন তাকে উদ্ধার করে।
আহত মজনুর রহমানের ছেলে সাইফুল ইসলাম জানান, তারা আমার আব্বাকে মেরেই খ্যান্ত হয়নি। তারা আমাকে মারার জন্য বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে।
মহেশপুর থানার ডিউটি অফিসার এস আই আলীমুজ্জামান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। আসামী ধরার জন্য পুলিশ পাঠানো হয়েছে।