ধর্ম ও জীবন

ফুরফুরা দরবার শরীফে ঐতিহাসিক ঈছালে সওয়াব শুরু

আসিফ ইকবাল কাজল, ঝিনাইদহের চোখঃ
ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান হযরত আবু বকর সিদ্দিকী (রহঃ) প্রবর্তিত ঐতিহাসিক বার্ষিক ঈছালে সওয়াব বুধবার থেকে শুরু হয়েছে। জমিয়তে জাকেরীণের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাল্গুন মাসের ২১, ২২ ও ২৩ তারিখে প্রতি বছর ভারতের হুগলী জেলার ফুরফুরা দরবার শরীফে এই ইছালে সওয়াব অনুষ্ঠিত হয়।

এপার বাংলা ও ওপার বাংলাসহ দেশ বিদেশের লাখ লাখ ভক্ত ও মুরীদান এই ইছালে সওয়াবে যোগদান করে অশেষ নেকী হাসিল করে থাকেন। আগামী শনিবার ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী এই ইছালে সওয়াব শেষ হবে।

এ উপলক্ষ্যে ফুরফুরা শরিফের পীর এ কামেল মাদারজাদ ওলী সুলতানুল আরেফিন গাওসুল ওয়াক্ত হযরত ন’হুজুর পীর কেবলা (রহঃ) এর বড় সাহেবজাদা পীর আল্লাামা হযরত মাওলানা বাকী বিল্লাাহ সিদ্দিকী (রহঃ) এর একমাত্র সাহেবজাদা জমিয়তে জাকেরিণের মুখ্য নির্দেশক পীরজাদা মাওলানা মোহাঃ আল্লামা জবিহহুল্লাাহ সিদ্দিকী এক বানীতে বলেছেন, দাদা হুজুর কেবলার এই হক সিলসিলা এপার বাংলা ও ওপার বাংলায় ইসলামের আলো প্রজ্বলন করে যাচ্ছে, যা কেয়ামত পর্যন্ত বলবৎ থাকবে।

উল্লেখ্য তিনি ১৮৯০ খৃস্টাব্দে ফুরফুরা শরীফে ২১, ২২ ও ২ শে ফাল্গুন ইসালে সওয়াব ও ওয়াজ মহফিল প্রতিষ্ঠা করেন ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান হযরত আবু বকর সিদ্দিকী (রহঃ)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button