ঝিনাইদহ সদরটপ লিড

ঝিনাইদহে ২ সোনা পাচারকারীকে দশ বছরের জেল

ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহে দুই স্বর্ণ চোরা কারবারিকে ১০ বছের জেল ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালত।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এই দন্ডাদেশ প্রদান করেন।

সাদা প্রাপ্ত আসামিরা হলেন, চুয়াডাঙ্গা জেলার দৌলতগঞ্জ দোয়ারপাড়া গ্রামের শ্রী ষষ্টি কর্মকারের ছেলে সুনীল কর্মকার ও জীবননগর এলাকার মৃত ফয়জুল্লাহ মোল্লাহ-র ছেলে ওবাইদুল্লাহ।

মামলার বিবরণে জানা যায়, গত ৪ মার্চ ২০১৫ সালে ঢাকা হতে দর্শনাগামী জে আর পরিবহনের স্পেশাল সুপার সেলুন করে আসামিরা যাতায়াতের সময় কোটচাঁদপুর থানা পুলিশ গাড়িটি তল্লাশি করে। এসময় আসামিদের থেকে ১টি সোনার বার, ৮ টি সোনার পাত, ১ সোনার লকেট, ৩ টি সোনার চেইন, ১ জোড়া কানের দুল ও একটি সোনার আংটি উদ্ধার করে। যার ওজন ১ কেজি একশত ৫০ গ্রাম। স্বর্ণের চোরাচালান ব্যবসার সাথে জড়িত থাকায় বিশেষ ক্ষমতা আইনে এস আই আশিকুর রহমান বাদী হয়ে দুই জনের নামে মামলা দায়ের করেন। আজ রায়ের পর মামলায় জব্দকৃত স্বর্ণ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ( পিপি) মোঃ ইসমাইল হোসেন বাদশা বলেন, আসামিরা চোরাচালানের সাথে যুক্ত সেটা প্রমানিত হওয়ায় আদালত তাদেরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামিদের এমন সাজা হওয়ায় অন্যকেউ চোরাচালানের মত অপরাধ করতে বিরত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button