অবৈধভাবে যাদপপুর সীমান্ত অতিক্রমকালে ঝিনাইদহে আটক ১৩
ঝিনাইদহ প্রতিনিধি-
বিনা পাসপোর্টে সীমান্ত অতিক্রমকালে ঝিনাইদহের মহেশপুরে ২৬ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আজ ভোরে পৃথক অভিযানে মহেশপুর উপজেলার ২টি সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
৫৮ বিজিরি সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুরে সোনাইডাংগা গ্রামের প্রাইমারী স্কুলের সামনে থেকে ৪ জন পুরুষ, ৫জন নারী ও ৪জন শিশুসহ মোট ১৩ জনকে আটক করে বিজিবি । তারা প্রত্যেকেই বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারত যাচ্ছিল।
অন্যদিকে, ভোর ৪টার দিকে উপজেলার রুলি গ্রামের মোমিনতলা থেকে ৪জন পুরুষ, ৬জন নারী ও ৩জন শিশুসহ মোট ১৩ জনকে আটক করা হয়। তারাও অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্ট করেছিল।
তিনি আরে বলেন, তাদরে প্রত্যেকের বাড়ী, খুলনা, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, কক্সবাজার, বাগেরহাট, যশোর জেলায়। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপার/চেষ্টার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।