মহেশপুর

ঝিনাইদহে দুই অপহরণকারী আটক

রামিম হাসান, ঝিনাইদহের চোখঃ
যশোরের চৌগাছা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী আশরাফুজ্জামান জিসানকে খুলনা থেকে উদ্ধার করেছে ঝিনাইদহ র‌্যাব। এসময় তানভীর আহম্মেদ ও আব্দুল্লাহ আল নাদিম নামে দুই অপহরণকারীকে আটক করা হয়। এসময় তাদরে কাছ থেকে দু’টি মোবাইল ও ১০ টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। অপহৃত জিসান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্কুল শিক্ষক মোঃ আসাদুজ্জামান লিখনের ছেলে। জিসানের বাড়ি মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে। রোববার দুপুরে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানী কমান্ডার মোঃ মাসুদ আলম।

সংবাদ সম্মেলনে ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মোঃ মাসুদ আলম জানান, ১৯ ফেব্রুয়ারি বিকালে জিসান যশোরের চৌগাছা উপজেলা শহরে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে থেকে সে অপহৃত হয়। অনেক খোজাখুজির পর না পেয়ে তার বাবা পরের দিন ২০ ফেব্রুয়ারি মহেশপুর থানায় একটি সাধারন ডায়েরী করেন। এরপর ২২ ফেব্রুয়ারি অপহৃত জিসানের বাবার কাছে মোবাইলে ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করে অপহরণকারীরা। এদিকে ভিকটিমের পরিবার অপহরণকারীদের দেওয়া বিকাশ একাউন্টে দুই কিস্তিতে ৪৫ হাজার টাকা প্রদান করে। এ ঘটনা র‌্যাবকে জানালে উন্নত তথ্যপ্রযুক্তির সাহায্যে অপহরণকারীদের অবস্থান সনাক্ত করা হয়। ২৩ ফেব্রুয়ারি ভোরে খুলনার ফুলতলার বরনপাড়া থেকে তানভীর আহম্মেদ নামের এক অপহরণকারীকে আটক করা হয়। একই দিন দুপুরে আরো এক অপহরণকারী জিসানের পিতা মাতার কাছ থেকে মুক্তিপনের টাকা নিতে খুলনা যশোর সড়কের ফুলতলা এলকায় আসলে আব্দুল্লাহ আল নাদিম নামে আরো এক অপহরণকারীকে আটক করা হয়। এরপর তাদের সিকারোক্তি অনুযায়ি খুলনার দৌলতপুরের হাজি ইব্রাহিম রোডস্থ্য মতলেবুর রহমানের চারতলা ম্যাচ থেকে জিসানকে উদ্ধার করা হয়।

অপহরনকারী তানভীর খুলনা ফুলতলার বরনপাড়ার সরোয়ার হোসেনের ছেলে ও আব্দুল্লাহ আল নাদিম যশোর আরপুরের মোর্শেদের ছেলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button