পাওনাদারদের হুমকিতে মহেশপুরে লাইব্রেরিয়ানের আত্মহত্যা
ঝিনাইদহ প্রতিনিধি-
পাওনাদারদের হুমকির মুখে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন উত্তম কুমার দাস লিটু (৫০)। তিনি ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার পোষ্ট অফিস পাড়ার বীর মুক্তিযোদ্ধা দেবাশীষ দাসের ছেলে। এঘটনাটি ঘটেছে গতকাল রোববার ভোরে নিজ বাড়ীর পিছনে।
বিভিন্ন সুত্রে জানাগেছে, কলেজে উন্মুক্ত পরীক্ষা ও ভর্তির বিষয়ে বেশ কিছু টাকা নিয়ে জটিলতা সৃষ্টি হয় মহেশপুর সরকারী ডিগ্রী কলেজের লাইব্রেরীয়ান উত্তম কুমার দাস লিটুর সাথে। জটিলতা সৃষ্টির পর থেকেই পাওনাদাররা কলেজে যাওয়া পথে ও কলেজ চত্তরে উত্তম কুমার দাস লিটুকে অকখ্য ভাষাস গালমন্দ করে আসছিলো। এমনকি তার হাত-পা ভেঙ্গে দিতেও চেয়েছিলো কয়েকজন পাওনাদার।
ফলে মনের দুঃখে উত্তম কুমার দাস লিটু রোববার ভোরে নিজ বাড়ীর পিছনের একটি নিম গাছে গলাই ফাঁস দিয়ে আতœহত্যা করে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া জানান, উত্তম কুমার দাস লিটুর আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।