কঠোর নিরাপত্তার মধ্যে ঝিনাইদহে জেলা পরিষদ নির্বাচন শুরু
ঝিনাইদহের চোখ-
কঠোর নিরাপত্তার মধ্যে ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ চলবে বিরতিহীন ভাবে দুপুর ২ টা পর্যন্ত।
ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালেক জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। বসানো হয়েছে সিসি টিভি ক্যামেরা। প্রতি কেন্দ্রে ১০ পুলিশ, ৩টি মোবাইল টিম, প্রতি টিমে ১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ ৭ জন সদস্য, র্যাবের ভ্রাম্যমাণ টহল সহ ১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন দুইজন। তারা হলেন- জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দলীয় মনোনীত কনক কান্তি দাস ও সৃজনী এনজিওর প্রতিষ্ঠাতা হারুন অর রশীদ । এছাড়া পুরুষ সদস্য পদে ২২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনি আরো জানান, এবার ছয়টি উপজেলায় মোট ৯৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৭২৯ ও মহিলা সদস্য ভোটা ২২৫ জন। জেলার ছয় উপজেলা পরিষদ, সদর পৌরসভা বাদে পাঁচটি পৌরসভা মেয়র ও কাউন্সিলররা এবং ৬৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ভোটে অংশ নিতে পারবেন।