জানা-অজানাঝিনাইদহ সদরটপ লিড

ডেঙ্গু কেড়ে নিল ঝিনাইদহের প্রিয়াংকার জীবণ

ঝিনাইদহের চোখ-
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাংলাদেশ ইন্ডাষ্ট্রিয়াল ডেভেলপমেন্ট লিজিং কোম্পানি (আইডিএলসি) নারী কর্মকর্তা প্রিয়াংকা বিশ্বাস মারা গেছেন। গতকাল মঙ্গলবার মধ্যরাতে ঢাকার ইবনে সিনা হাসপাতালে মারা যান তিনি।

তিনি ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি ও ঝিনাইদহ শহরের পাগলাকানাই সড়কের বাসিন্দা প্রয়াত উজ্জল হোসেন বিশ্বাসের একমাত্র মেয়ে।

প্রিয়াংকার মামা আব্দুল কুদ্দুস জানান, চার দিন আগে প্রিয়াংকা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। গত রোববার বিকেলে তার রক্তের প্লাটিলেট আশঙ্কাজনকভাবে কমে গেলে ইবনে সিনা হাসপাতালের আইসিউতে স্থানাস্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান তিনি।

তিনি আরও জানান, আজ সকালে তার মৃতদেহ ঝিনাইদহ শহরের পাগলাকানাই সড়কের বাসভবনে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রিয়াংকার বাবা শ্রমিক নেতা উজ্জল হোসেন বিশ্বাস চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কিডনি বিকল হয়ে মারা যান। বাবার মৃত্যুর ৮ মাস পর একমাত্র মেয়ে প্রিয়াংকাও না ফেরার দেশে পাড়ি জমালেন।

আজ বুধবার বাদ জোহর পাগলাকানাই সড়কের সায়াদাতিয়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে প্রিয়াংকার মরদেহ চাকলাপাড়ার পঞ্চগ্রাম গোরস্থানে দাফন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button