ঝিনাইদহে কৃষকের সম্বল সেচ পাম্প চুরি

মনজুর আলম, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের গোবিন্দপুর থেকে ২ টি বৈদ্যুতিক ট্রান্সমিটার ও মাঠ থেকে একটি বৈদ্যুতিক সেচ পাম্পের মোটর চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১৮ অক্টোবর) দিনগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে।
গ্রামবাসি জানায়, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে মঙ্গলবার রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। সারা রাতে, আর আসেনি। সকাল লোকজন দেখতে পায় গ্রামের পূর্ব পাড়ার ঈদগা নিকট রাস্তার পাশে ট্রান্সমিটারটি পিলার থেকে নামিয়ে ট্রান্সমিটার ভেঙে যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে।
এছাড়াও পাশের মাঠ থেকে গ্রামের আব্দুল কুদ্দুসের বৈদ্যুতিক মোটর ও ট্রান্সমিটার চুরি করে নিয়ে গেছে।
এবিষয়ে ভুক্তভোগী কৃষক বলেন, রাতে বিদ্যুৎ চলে গেলে, আর আসেনি। সকালে গ্রামে রাস্তার পাশ থেকে ট্রান্সমিটার চুরির কথা শুনতে পায়। মাঠে গিয়ে দেখি আমার ট্রান্সমিটারের ভিতরে কিছুই নেই। সেচ পাম্প ঘরের তালা ভেঙে সেচ পাম্পের মোটরটিও চুরি হয়ে গেছে। বিষয়টি বিদ্যুৎ অফিসকে জানানো হয়েছে। এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান তিনি। #