ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কালীগঞ্জে বেপরোয়া প্রাইভেট চাপায় জিয়া (৩৫) নামে এক গাাছকাটা শ্রমিক নিহত হয়েছে।
নিহত জিয়া খামারাইল গ্রামের মৃত শামছুল সরদারের ছেলে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ-যশোর মহাসড়কের মল্লিনগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় আহত হয় আরো তিন শ্রমিক। হতাহতরা সবাই গাছকাটা শ্রমিক বলে জানা গেছে।
জানাযায়, সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে কালীগঞ্জ থেকে (ঢাকা মেট্রো গ-২৭৮৭০৭) নম্বরের একটি প্রাইভেট গাড়ি দুইজন যাত্রী নিয়ে দ্রুত গতিতে যশোরের দিকে যাচ্ছিল। এসময় মোবারকগঞ্জ সুগার মিলের পাশে মল্লিকনগরে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছকাটা শ্রমিকদের চাঁপা দিয়ে ধানক্ষেতে চলে যায়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিবলী খাতুন জানান, ফায়ার সার্ভিসের একটি গাড়িতে জিয়া নামের এক ব্যক্তি মৃত অবস্থায় হাসপাতালে এনেছিল। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে, তারা আশঙ্কামুক্ত।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।