মাঠে-ময়দানে
ঝিনাইদহ ৯৮ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

ঝিনাইদহ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ।
ঝিনাইদহের ১৯৯৮ ব্যাচের আয়োজনে এ ক্রিকিটে ম্যাচটি সকালে অনুষ্ঠিত হয়। সেখানে ৯৮ ব্যাচের বিভিন্ন স্কুলের সব বন্ধুুরা উপস্থিহ ছিল।
জেলা পরিষদের সবনির্বাচিত সদস্য মুস্তাকিম মুরাদিম মনিরসহ আরো উপস্থিত ছিল ইনভি, লুইস, খায়রুল, জামিল, লতিফ, আনাম, হাশেম, রিজু, মধু, নাজমুল, রেজাউল, হারুন, সোহাগ, শামিম, রনি, ইমন, রনি, আজাদ, সালামসহ আরো অনেকে ।
জয়-পরাজয় হিসেব না কষে ক্রিকেট ম্যাচ শেষে বন্ধুরা এক আড্ডায় মিলিত হয় ।
এ ধরনের আয়োজন পরবর্তীতে আরো অনুষ্ঠিত হবে এবং নিজেদের মধ্যে পারিস্পারিক সম্পর্ক আরো দৃড় হবে এমনই প্রত্যাশা করেন সবাই ।