হরিণাকুণ্ডুতে শিক্ষক দিবস-২০২২ পালিত

ঝিনাইদহের চোখ-
শোভাযাত্রা , আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রথম বারের মত সরকারি ভাবে শিক্ষক দিবস পালিত হলো। গতকাল সকাল ১০ টায় হরিনাকুন্ডু উপজেলা পরিষদ চত্ত্বর হতে শোভা যাত্রা শুরু হয়ে এক তারা মোড় ঘুরে জেলা পরিষদ অডিটোরিয়াম এসে র্যালি শেষ হয়।
শোভা যাত্রায় অংশ গ্রহন করেন হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা, সরকারি লালন শাহ কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান, জোড়াদহ কলেজের অধ্যক্ষ ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি শরিফুল ইসলাম, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোক্তার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, প্রিয়নাথ মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলামসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধানগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী।
শোভা যাত্রা শেষে স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি লালন শাহ কলেজের অধ্যক্ষ রেজাউর রহমানের সভাপতিত্বে আলোচনা এক সভা অনুষ্ঠিত হয়।