ঝিনাইদহে সততা ফাউন্ডেশন’র অনন্য দৃষ্টান্ত স্থাপন
ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহ সততা ফাউন্ডেশন এর উদ্যোগে ডিজএ্যাবল আলমগীর এর চায়ের দোকানের মালিক হয়েছেন। আজ শনিবার (৫ নভেম্বর) দুপুরে দোকান মালিক ডিজএ্যাবল আলমগীর হোসেনের নিকট দোকানের মালামাল প্রদান করেন সততা ফাউন্ডেশন এর পরিচালক জাহিদ আল ইসলাম।
সততা ফাউন্ডেশন এর পরিচালক জাহিদ আল ইসলাম বলছেন,” কিছু মানবিক মানুষের সহযোগিতা ও সহায়তায় শারীরিক ডিজএ্যাবল আলমগীর এর চায়ের দোকানে মালামাল, সাইনবোর্ড ও দুটি চেয়ার প্রদান করা হয়েছে।”
সরজমিনে জানাযায়, শারীরিক ডিজএ্যাবল আলমগীর মাত্র ৩০০ টাকা পুঁজি নিয়ে একটা দোকান চালাতেন, প্রতিদিন খরচ বাবদ থাকতো ৫০ টাকা মাত্র। বিষয়টা ঝিনাইদহ সততা ফাউন্ডেশন এর পরিচালক জাহিদ আল ইসলাম এর দৃষ্টি গোচর হলে তিনি সমাজের মানবিক মানুষদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। এতে অনেকেই সাহায্যের হাত প্রসারিত করেন।
মালামাল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক জাহিদ আল ইসলাম, সেক্রেটারি আরিফা ইয়াসমিন লিম্পা, উপদেষ্টা এ্যাডভোকেট শাফিয়া খাতুন, উপদেষ্টা অধ্যক্ষ মোঃ আব্বাস আলী, হেব্বি গ্রুপ ফাউন্ডেশন এর সমন্বয়ক জাহান লিমন, মানবিক সংগঠন পাপী চোখেও ভালবাসা – এর সভাপতি ইমু চৌধুরী! মানবিক এ সহায়তা পেয়ে আলমগীর হোসেন ও তার স্ত্রী উম্মে কুলসুম খুব খুশি।