মহেশপুরে বিপুল পরিমাণ রুপার গহনাসহ চোরাচালানি আটক

ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহের মহেশপুরের বজরাপুর এলাকা থেকে বিপুল পরিমাণ রুপার গহনাসহ এক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ সকাল ৯ টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃত বিল্লাল হোসেন (৩৮) মহেশপুরের বৈচিতলা এলাকার আনসার আলীর ছেলে ।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি শাহীন উদ্দিন জানান, সকালে গোয়েন্দা পুলিশের একটি টিম জেলার মহেশপুর উপজেলার বজরাপুর এলাকায় চেকপোস্ট বসায়। সেসময় মহেশপুর এলাকা থেকে ঢাকাগামী ও স্থানীয় রুটের যাত্রীবাহী বাসে তল্লাসী করা অবস্থায় পিছনের একটি বাস থেকে পালানোর চেষ্টা করে বিল্লাল হোসেন। তখন তাকে আটক করে দেহ তল্লাসী করে ১ কেজি ১শ ২৯ গ্রাম রুপার গহনা উদ্ধার করা হয়। এর আনুমানিক মুল্য ৬৭ হাজার টাকা। ওই গহনা মহেশপুর থেকে অবৈধভাবে কালীগঞ্জ এলাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করে থানায় সোপর্দ করা হবে।