হরিণাকুন্ডে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহ চোখ-
ইন্টারনেট আসক্তিকর ক্ষতি’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম অলিম্পিয়াড সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পারিষদ চত্ত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর তত্ত্বাবধায়নে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দুই দিন ব্যাপি এই বিজ্ঞান ও প্রযুক্তির মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা।
উদ্বোধন শেষে স্টল পরিদর্শন কালে নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সাথে ছিলেন,থানা আফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান,উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জোড়াদাহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম,মাধমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার মাছুরা খাতুনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ সহ আরও অনেকেই। এ সময়ে মেলার বিভিন্ন স্টলে বিজ্ঞান ভিত্তিক বিষয় সমুহ প্রদর্শন করেন উপজেলার শিক্ষার্থী বিজ্ঞানীরা।