ঝিনাইদহে ২ দিন ব্যাপী মানবাধিকার নাট্য উৎসব শুরু
ঝিনাইদহ চোখ-
‘গল্প হলেও বলতে শিখি অন্ধকার থেকে আলোর পথে চব্বিশ বছর’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ২ দিন ব্যাপী মানবাধিকার নাট্য উৎসব শুরু হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের ২ যুগে পদার্পণ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করা হয়। এর আগে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, মানবাধিকার নাট্য পরিষদের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে পরিবেশন করা হয় নাটক বায়স্কোপ ও স্বপ্ন। নাট্যকর্মী আরিফুজ্জামান লিখন ও আল হাদি রোমান’র নির্দেশনা দুটি নাটকে তুলে ধরা হয় আত্মহত্যর কারণে পরিবার তথা সমাজের ক্ষতি। আত্মহত্যার রোধে সমাজের করনীয় নানা বিষয়। সেই সাথে তুলে ধরা হয় মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতাকামী দামাল ছেলেদের যুদ্ধ, পাকিস্থানী হানাদার বাহিনীর বর্বরতা।