মহেশপুরে দরিদ্র মহিলাদের সচেতনতা মুলক প্রশিক্ষন
ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ডিপিজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শ্রেনী কক্ষে সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। দরিদ্র মহিলাদের জন্য সমাম্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) উদ্যোগে কিশোরীদের সচেতনতা মুলক প্রশিক্ষন ও প্রশিক্ষন সামগ্রী বিতরণ অনুষ্ঠাত হয়েছে। বক্তব্য রাখছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দীন।
যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষন ও প্রশিক্ষন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফাজানা নাজনীন শাম্মী, ডিপিজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসের এ আর ডি ও প্রমেন্ট চন্দ্র বর্মন প্রমুখ।