হরিণাকুন্ডে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহ চোখ-
হরিণাকুণ্ডুতে প্রানিসম্পদ কার্যালয়ের আয়োজনে দিনব্যাপি প্রদর্শনী মেলার উদ্বোধন করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা।
“স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প ( এলডিডি) প্রাণিসম্পদ অধিদপ্তর এর সহযোগিতায় এই প্রদর্শণী মেলা বাস্তবায়ন করা হয়।
হরিণাকুন্ডু প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে শনিবার সকাল থেকে শুরুকরে দিনভর প্রাণিসম্পদ প্রদর্শনী মেলাতে প্রায় পঞ্চাশ(৫০) টি স্টলে খামারীরা গাভী, ষাড়, বলদ, মহিষ, ছাগল, হাস, মরগ, মূরগী,পাখি, দেশি বিদেশি কবুতর,ভেড়া, মেড়া নিয়ে অংশগ্রহণ করেন ।
হরিণাকুন্ডু উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জল কুমার কুন্ডু এর সভাপতিত্বে মেলার উদ্দেশ্য নিয়ে আলোচনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা মেলার উদ্দেশ্য ফলপ্রসু করার আহব্বান জানানোর পাশাপাশি খামারীদের অংশগ্রহনে মেলাটি প্রাণবন্ত উৎসবমুখর হওয়ায় কর্মকর্তা সহ খামারীদের সাধুবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু পৌরসভার মেয়র ফারুক হোসেন,উপজেলা কৃষি অফিসার হাফিজ হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল কুমার কুন্ডু এই প্রদর্শণীর মূল উদ্দেশ্য প্রানিসম্পদের উৎপাদন বৃদ্ধি করা,দুগ্ধজাত পণ্যের বাজার শৃষ্টি করা সহ ক্ষুদ্র ও প্রান্তিক খামারীদে প্রতিকুল পরিবেশ মোকাবেলার সক্ষমতা শৃষ্টি করা,বিজ্ঞান ভিত্তিক লালন ও পালন কৌশল অবহিত করা, এছাড়াও আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের পশুপাখি প্রতিপালেন পাশাপাশি জনগনের নিরাপদ প্রানিজ আমিষ সরবরাহ করার কথা বলেন।
এছাড়াও তিনি স্বাগত বক্তব্যে উপজেলার ৬হাজার ৫শত খামারীদের কোরনাকালীণ সময়ে আর্থিক প্রনোদনা দেওয়া,পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ১৬টি প্রডিউসার গ্রুপ গঠন করা হয়েছে, খামারীদের মাঝে গোখাদ্য সরবরাহ করা,খামারীদের উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার কাজ চলমান রাখার পাশাপাশি ফার্মারস ফিল্ড স্কুল তৈরী করা হয়েছে বলে তিনি ব্যাক্ত করেন।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর বাবুল আক্তার,খামারি কামরুল ইসলাম, সোহেল রানা ও রেশমা বেগম।
আলোচনা শেষে ৫০ টি প্রদর্শনী স্টেলের খামারিদের মধ্যে তিনটি ক্যাটাগরিতে নয়জনকে সনদপত্র সহ আর্থিক চেক দিয়ে পূরুষ্কৃত করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা সহ বিশেষ অতিথি বৃন্দ।