দৃষ্টিনন্দন নলডাঙ্গা সড়কের নারকেল গাছে সার প্রয়োগ
আহসান কবির, বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বিশেষ উদ্যোগে নারিকেল গাছে সুষম মাত্রায় সার প্রয়োগ করা হয়েছে। বুধবার(১ মার্চ) সকালে নলডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল আলম খাঁন রিপনের সভাপতিত্বে সদর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এ কাজের উদ্ভোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ কৃষিসম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজগর আলী।
বর্তমান সময়ে দর্শনার্থীদের পদচারনায় মুখরিত নলডাঙ্গা সড়ক নামে পরিচিত । তেতুলবাড়িয়া গ্রামের মধ্য দিয়ে চলমান ১৫০ টিনারিকেল গাছের রিং পদ্ধতিতে প্রতিটিতে টিএসপি ৩০০গ্রাম, এমওপি ৭০০ গ্রাম, ইউরিয়া ২০০ গ্রাম, জৈব সার ৫ কেজি, দস্তা, দানাদার সার ব্যবহার করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ডিটিও বিজয় কৃষ্ণ হালদার, সদর উপজেলা কৃষি অফিসার মোঃজাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারন অফিসার মোঃজুনায়েদ হাবিব, এএইও মনিরুজ্জামান, এসওপিপিও খাইরুল ইসলাম, ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা লালন মিয়া ও জলি খাতুন, প্যানেল চেয়ারম্যান ইসলাম কবির পলাশ, নলডাঙ্গা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জাহিদুল ইসলাম, জাহানারা মেম্বর, মতিন মেম্বর, মিজানুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।