হরিণাকুন্ডে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনে প্রস্তুতি সভা
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা আ,লীগের সাবেক যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, উপজেলা কৃষি অফিসার হাফিজ হাসান, উপজেলা আ,লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, অধ্যক্ষ শরিফুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: উজ্জ্বল কুমার কুন্ডু,সরকারী লালন শাহ্ কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক নাজমূল হক, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষীকা নাজমা সানাওয়াত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান,আমার বাড়ি আমার খামার কর্মকর্তা মাহফুজুল,মাধ্যমিক শিক্ষা অফিস সুপারভাইজার মাসুরা খাতুন,প্রধান শিক্ষ নিয়ামত আলী,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সহ বিভিন্ন শ্নেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায় দিবসটি উদযাপনে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা,চিত্রাঙ্কন, ভাষণ প্রতিযোগিতা, আলকসজ্জা, আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্তে গ্রহৃত হয়।
এর আগে সকালে জাতীয় বীমা দিবস পালনে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে শিক্ষক, সাংবাদিক,রাজনৈতিক ব্যাক্তি,কর্মকর্তা, এনজিও কর্মকর্তা’র অংশগ্রহণে আলোচনায় বীমা মানুষে জীবনে একান্ত আবশ্যক বিষয়ে সকলে বক্তব্য রাখেন।