ঝিনাইদহে শুরু হলো ৩ দিন ব্যাপি গণসংগীত উৎসব
ঝিনাইদহ চোখ-
“জীবণ ঘষে আগুন জ্বালাও, গান গেয়ে যাই, তৈরী হও” এ স্লোগানে ঝিনাইদহে শুরু হয়েছে তিনদিন ব্যাপী “গণসংগীত উৎসব “। আজ বিকেলে (৯ মার্চ) ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ গণশিল্পী সংস্থা, ঝিনাইদহ আঞ্চলিক শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
শুরুতেই শহীদ মিনার চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে ঝিনাইদহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন কিংবদন্তী গায়ক ফকির আলমগীরের সহধর্মীনি বেগম সুরাইয়া আলমগীর । এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাট্য ব্যক্তিত্ব খাইরুল আলম সবুজ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, সরকারী কেশব চন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন, সম্মিলিত সাংস্কৃতি জোট ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শান্ত জোয়ার্দ্দার। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ গণশিল্পী সংস্থা, ঝিনাইদহ আঞ্চলিক শাখার সভাপতি আব্দুস সালাম।
আলোচনাসভা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । সেখানে সংগীত পরিবেশন করে, ঢাকা ঋষিজ শিল্পগোষ্ঠী, ঝিনাইদহ কথন সংস্কৃতিক সংসদ (কসাস)সহ দেশের বিভিন্ন নামীদামি শিল্পি।