ঝিনাইদহে মরমী কবি পাগলাকানাই জন্মবার্ষিকী জমজমাট উদযাপন
ঝিনাইদহ চোখ-
মরমী কবি পাগলাকানাইয়ের ২১৩ তম জন্মবার্ষিকী ব্যাপক জাঁকজমক ভাবে উদযাপন করেছে ঝিনাইদহ । আজ দিবাগত গভীর রাতে এ জন্মবার্ষিকী উপলক্ষে ৭ দিন ব্যাপি অনুষ্ঠানের ইতি ঘটে মরমী কবির মাজার ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ী প্রাঙ্গনে ।
জেলা প্রশাসন ও পাগলাকানাই সৃতি সংরক্ষণ পরিষদের যৌথ আয়োজেনে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনিরা বেগম । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ ডা. বিএম রেজাউল করিম, পাগলাকানাই সৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ ।
তাঁর মাজার প্রাঙ্গণে আলোচনা সভাশেষে রাতে পুরস্কার বিতরণ করা হয়। পাগলাকানাইয়ের গান প্রতিযোগিতায় দিব্যেন্দু বিশ্বাস, চিত্রাঙ্কন, বই পাঠ, পাগলাকানাইয়ের জীবনীর উপর বক্তৃতা প্রতিযোগিতায় অর্পিতা জান্নাত শশি, লামিসা জামান তুর্কী, এ বি সীমান্তকে প্রথম পুরস্কার প্রদান করা হয়। অন্যদিকে কাবাডি খেলায় ১ম স্থান অধিকারী বানিয়াকান্দর গ্রামের দলের পক্ষ হতে পুরস্কার গ্রহণ করেন মোঃ নজরুল ইসলাম মাস্টার।
এর পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । যা চলে গভীর রাত অব্দি । হাজার হাজার দর্শক এ মনোমুগ্ধকর অনুষ্ঠান দেখেন ।