ঝিনাইদহ সদর

ঝিনাইদহে হেব্বি গ্রুপের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

বসির আহাম্মেদ, ঝিনাইদহ চোখ-
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও বাঙালি জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন হেব্বি গ্রুপ ফাউন্ডেশন পরিবারের আয়োজনে দিবসটি পালিত হয়।

এ-উপলক্ষ্যে শুক্রবার বিকালে শহরে পৌর ইকোপার্ক দেবদারু এভিনিউতে শিশুদের মাঝে কেক কাটার মধ্যে দিয়ে তাদেরকে বিভিন্ন প্রকার খেলনা, রঙিন বেলুন ও মৌসুমি ফল তরমুজ খাবার হিসেবে প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের সন্মানিত উপদেষ্টা ও মর্নিংবেল স্কুলের পরিচালক ও নাট্য ব্যক্তিত্ব সাংস্কৃতিক কর্মী শাহিনুর রহমান লিটন, ঝিনাইদহ ঐতিহ্য পেইজের এডমনি সাইদুল ইসলাম টিটু, হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের সহ-সভাপতি মাহমুদ আল হাসান সাগর, সমাজকর্মী সুরভী ইসলাম, হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জাহান লিমন, নির্বাহী সদস্য দীপ আহমেদ, ক্রিড়া বিষয়ক সম্পাদক সৈয়দ জীবন, সাহিত্য ও সাংস্কৃতিক সহ-সম্পাদক শলক,কার্যনির্বাহী সদস্য সিমা, সদস্য মিম্মি,সোহেলী,মারুফসহ অন্যান্যরা।অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার পাশাপাশি শিশুদের মাঝে একটি সুন্দর বিশ্ব রাখার জন্য প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button