টপ লিডনির্বাচন ও রাজনীতি
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ
ঝিনাইদহ চোখ-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হত্যার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহরের পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক বিকাশ কুমার ঘোষ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, ছাত্রলীগের সভাপতি সজীব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বিএনপি আন্দোলনে ব্যার্থ হয়ে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে। শান্তি সমাবেশ নয় আগামীতে রাজপথে থেকে সকল সড়যন্ত্রের মোকাবেলা করা হবে।