কালীগঞ্জে সাবেক সাংসদ আব্দুল মান্নান এর স্বরণ সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আব্দুল মান্নান এর স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে । আজ বিকেলে কালীগঞ্জ নিমতলা বাসষ্ট্যান্ডে এ স্মরণ সভার আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য পারভীন জামান কল্পনা ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসরাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সন্জু, সদস্য গোলাম সরোয়ার সৌউদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সদস্য কাজী নাসিম আল মোমিন রুপক, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সাধারণ সম্পাদক রানা হামিদ, জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আল ইমরানসহ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং জেলা ও উপজেলার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।