মহেশপুর
ঝিনাইদহের এ আগুন ছড়িয়ে পড়ুক সবখানে
এটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলিলনগর গ্রামের মহেশপুর মাধ্যমিক স্কুলের কম্পিউটার ল্যাবের ছবি।
ছবি দেখে চট করে এর মাহাত্ম্য বোঝা সম্ভব হবে না। তবে এটুকু বোঝা যাবে, কম্পিউটারে একদল ছেলেমেয়ে একটা কিছু করছে। ওরা আসলে কোডিং শিখছে। এতেও ব্যতিক্রমটা বোঝা যাবে না। আমাদের মেন্টররা সেখানে শতাধিক শিক্ষার্থীকে প্রোগ্রামিংয়ে হাতেখড়ি দিয়ে এসেছে।
এখন তারা আরও শিখতে চায়। আর তার জন্যই এই আয়োজন। কারা শেখাচ্ছে? ওদের স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীরা, যারা ওদের থেকে একটু ভালো জানে। আর ওই ল্যাবটাও অদ্ভুত।
কারণ, এখানে একটি মাত্র কম্পিউটারের সঙ্গে অনেক মনিটর ও কি-বোর্ড যুক্ত করে ল্যাবটা বানানো হয়েছে। সেখানেই তাদের চলছে শিক্ষার্থীদের প্রোগ্রামিং অন্বেষণ!
প্রথম আলো