ঝিনাইদহে শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ

জাহিদুর রহমান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউপির বাজার পাড়ার মৃত, ফজলুল মন্ডলের ছেলে সুলতান মন্ডল (৫০) এর পুকুরে পূর্ব শত্রুতার জেরধরে বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। পুকুর মালিক সুলতান মন্ডলের পুত্র জব্বার মন্ডল (২৫) জানান, ৪ বিঘা পরিমাণ এই পুকুরটি আমাদের একমাত্র আয়ের উৎস। গত ৮ ই মার্চ ভিটা জমি নিয়ে প্রতিবেশি আফছারের সাথে ঝগড়া হয়। আর আজকেই সকালে পুকুরে গিয়ে দেখা যায় পুকুরের সব মাছ মরে পানিতে ভাঁসছে। আমার ধারনা আফসার ও তার সহযোগীরাই এই কাজ করেছে।
এবিষয়ে, প্রত্যক্ষদর্শীরা ৪নং ওয়ার্ড মেম্বর বিষু মিয়া, মনি, আঃ হামিদ ও ছামিরুলসহ অনেকেই জানান, আমরা পুকুরে গিয়ে দেখতে পাই অনেক মাছ মরে পুকুরে ভেঁসে আছে। তবে কে বা কারা এই কাজ করেছে তা সঠিক বলতে পারবো না।
পুকুর মালিক জব্বার বলেন, আনুমানিক ৩০ মন মাছ ছিলো পুকুরে। বিষক্রিয়া প্রয়োগেই আমার পুকুরের সমস্ত মাছ মরে গেছে। এই ঘটনার কথা শুনে মহেশপুর থানাধীন দত্তনগর পুলিশ ফাঁড়ির এস আই ইয়াছিন আলী বিষয়টি সত্যতা জানতে ঘটনাস্থল পরিদর্শন করেন।