ঝিনাইদহে বিটাক কর্মকর্তাদের মতবিনিময়
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সোমবার সকালে শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা (বিটাক) কর্মকর্তারা প্রধামন্ত্রীর কার্যালয়ে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় ‘‘ দারিদ্র্যের শৃঙ্খল ভেঙ্গে আমরা প্রতিষ্ঠিত হবোই ’’ এই মুল প্রতিপাদ্য বিষয় ও আলোর পথে বিটাক-এ চল এই স্লোগান কে সামনে রেখে প্রধানমন্ত্রীর ঘরে ঘরে চাকুরির আস্বাষ বাস্তবায়নে অষ্টম শ্রেণী পাশ ১৮-৩০ বছর বয়স সীমার নয়টি ট্রেডে তিন মাস মেয়েদের ঢাকায় এবং তিনটি ট্রেডে দুই মাস ছেলেদের চট্রগ্রাম , চাঁদপুর, খুলনা ও বগুড়া আঞ্চলিক কার্যালয়ে (যাতায়াত, খাওয়া, থাকা ফ্রি) কারিগরি প্রশিক্ষণ দিয়ে বেসরকারি শিল্প প্রতিষ্ঠান সমূহে কর্মসংস্থানের ব্যবস্থা করবে ।
মত বিনিময় কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা বিটাক-এর উপসহকারী প্রকৌশলী এনামুল হক , কম্পিউটার অপারেটর লৎফুর রহমান প্রমূখ উল্লেখ্য সমগ্র বাংলাদেশের নির্ধারিত দশটি উপজেলার মধ্যে হরিণাকু-ু উপজেলা থেকে প্রশিক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হবে আগামী সাত নভেম্বর উপজেলা মিলনায়তনে সকাল নয়টা থেকে