মরহুম ইয়াকুব আলী প্রীতি ক্রিকেট ম্যাচে ঝিনাইদহ র্যাব জয়ী

মিশন আলী, ঝিনাইদহের চোখঃ
বল পিটিয়ে খেলার মাঠেও কৃতিত্ব দেখিয়েই র্যাব সদস্যরা পেয়েছেন বিজয়ী ছাগল পুরস্কার। বৃহস্পতিবার বিকালে তারা কালীগঞ্জ ঘোষনগর স্কুল মাঠে মরহুম ইয়াকুব আলী প্রীতি ক্রিকেট ম্যাচে জয়লাভ করায় ওই পুরস্কার পান। এদিন বিকালে অনুষ্টিত ক্রিকেট খেলাতে র্যাব -৬ ঝিনাইদহ ক্যাম্প ক্রিকেট দল ২৩ রানের ব্যাবধানে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) এম পি ক্রিকেট একাদশকে হারিয়ে জয় লাভ করে।
কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে বৃহস্পতিবার ঘোষনগর স্কুল মাঠে অনুষ্টিত খেলাতে টচে জয়ী হয়ে এমপি আনোয়রুল আজিম আনার ক্রিকেট একাদশ ফিল্ডিং করার সিন্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমে ঝিনাইদহ র্যাব- ৬ ক্যাাম্প ক্রিকেট একাদশ ১৬ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৩২ রান করে। জবাবে ব্যাট করতে নেমে এমপি আনোয়ারুল আজিম আনার ক্রিকেট একাদশ নির্ধারিত ১৫ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১০৯ রান করে। এমপি আনোয়ারুল আজিম আনার ক্রিকেট একাদশের হয়ে খেলতে নামেন পৌর মেয়র , উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী।
বিজযী র্যাব-৬ ক্যাম্প দলের অদিনায়ক আমিনুল ইসলাম সর্ব্বোচ্চ রান করায় ম্যান অব দি ম্যাচ বিবেচিত হয়। খেলা শেষে অতিথি ঝিনাইদহ-৪ আসনের এমপি ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার বিজয়ী দলের অধিনায়ক র্যাব-৬ ক্যাম্পের এ এস পি আমিনুল কবিরের হাতে পুরস্কার হিসাবে একটি ছাগল তুলে দেন।
এ সময় সেখানে আরো উপস্তিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান মিঠু মালিতা, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সংবাদের সাবজাল হোসেন, যায়যায় দিনের তারেক মাহমুদ, ৭১ টিভির মিশন আলী, মানবকন্ঠের শাহাজান আলী বিপাশ ও গাজী টিভির ওরিয়ার রহমান প্রমুখ।