ঝিনাইদহ সদরটপ লিড

দুই যুগ পড়ে আছে ঝিনাইদহের অর্ধকোটি টাকার ব্রীজটি

মনজুর আলম, ঝিনাইদহের চোখ

ঝিনাইদহের মহাম্মদপুরে দীর্ঘ প্রায় ২৩/২৪ বছর আগে দূর্যোগ মন্ত্রনালয়ের ব্রীজ / কালভাট নির্মানের প্রায় অর্ধকোটি টাকা ব্যায়ে ৩৬ ফুট লম্বা এবং ১২.৫ ফুট চওড়া ব্রীজ নির্মাণ করা হয়েছে। তবে দুই পাশে রাস্তা সংযোগ না থাকায় ব্রীজটি মানুষের কোন উপকারেই আসেনী।

জানা গেছে, ঝিনাইদহ জেলার শৈলকুপার উপজেলার মির্জাপুর ইউনিয়নের চড়িয়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি বিল। বিলটি চড়িয়ার বিল নামেই পরিচিত। মহাম্মদপুর গ্রামসহ কয়েকটি গ্রামের লোকজন বিলের মাঝদিয়ে রাস্তা তৈরি কওে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের চড়াইবিল নামক স্থানে সংযোগের সিন্ধান্ত নেয়। ফসলি জমি নষ্ট করে রাস্তা তৈরির বাঁধসাধে জমির মালিকগণ। শুরু হয় দু,পক্ষের লোকজনের সাথে বিরোধ। এক পর্যায়ে তারা রাস্তাবাদে বিলের মাঝে ব্রীজ তৈরি করে। পরে সরকারি লোকজনের সহযোগিতায় জমির মালিদের উপর চাপ সৃস্টি করে রাস্তা তৈরির কৌশল আটে। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম, আব্দুল খালেক বলেন, মহাম্মদপুর গ্রামসহ কয়েটি গ্রামের লোকজনের যোগাযোগের জন্য রাস্তা রয়েছে। কিছু সুবিধাগোভি লোকজন এমন খামখেয়ালি সিন্ধান্ত নেয়। যে কারনে সরকারের প্রায় অর্ধকোটি টাকা ব্যায়ে তৈরি ব্রীজ কোন কাজেরই আসেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button