নির্বাচন ও রাজনীতি
ঝিনাইদহ জেলা মৎস্যজীবীদল, মুস্তাফিজ আহবায়ক, সুমন সদস্য সচিব
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবীদলের কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার ঝিনাইদহ জেলা বিএনপি অফিসে এক সভা মৎস্যজীবীদল নেতা মুস্তাফিজুর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মোঃ মসিউর রহমান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক একেএম ওয়াজেদ, বিএনপি নেতা জাহিদুজ্জামান মনা প্রমুখ। সভা শেষে ১০১ সদস্য বিশিষ্ট জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে আহবায়ক হিসেবে মুস্তাফিজুর রহমান খোকন ও সদস্য সচিব হিসেবে শাহনেওয়াজ সুমনকে দায়িত্ব দেওয়া হয়।
প্রধান অতিথি মোঃ মসিউর রহমান আশা প্রকাশ করে বলেন, নতুন কমিটি তাদের সাংগঠনিক দক্ষতা দিয়ে দলকে গতিশীল করবে।