ঝিনাইদহের কামান্না ও আবাইপুরে স্মৃতি রক্ষায় দুই কোটি টাকার প্রকল্প

ঝিনাইদহের চোখঃ
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে শৈলকুপার দুটি হৃদয় বিদারক ঘটনার একটি কামান্না ট্রাজেডি অন্যটি আনাইপুরের যুদ্ধ। ২৬ নভেম্বর এ ঘটে যাওয়া কামান্না যুদ্ধে শহীদ হয় ২৭ বীর মুক্তিযোদ্ধা ও ১৪ অক্টোবর আবাইপুর যুদ্ধে ৪১ জন শহীদ হয়।
প্রতিবছর দিবস দুটি হলে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সংগঠন দিবস দুটি পালন করে থাকে। প্রতিবারই ১০ নং বগুড়া ইউনিয়নের কামান্নায় এবং ১১ নং আবাইপুর ইউনিয়নের এই ঐতিহাসিক স্থান দুটিতে স্থায়ী স্মৃতি স্তম্ভ নির্মানের দাবি উঠে আসে।
বীরমুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য জনাব দবির উদ্দীন জোয়াদ্দার এর একটি পোস্ট থেকে জানা গেল –
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে শৈলকুপার এই ঐতিহাসিক দুটি স্থানে প্রায় ২ দুই কোটি টাকা বরাদ্দ হয়েছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের মাধ্যমে একনেকে পাশ হয়েছে যা পি, ডব্লিউ, ডি এর মাধ্যমে বাস্তবায়িত হবে। আগামি প্রজন্মের জন্য এটি একটি মুক্তিযুদ্ধের স্থায়ী স্মৃতিফলক হয়ে রইবে।
স্বাধীনতার পঞ্চাশ বছর পরে হলেও ঐতিহাসিক স্থান দুটিতে দুটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে অযত্ন অবহেলায় পড়ে থাকা বীর শহীদদের স্মৃতি আগামী প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।