ঝিনাইদহে ট্রান্সমিটার চুরি! পানির অভাবে ৩০০বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্থ
সুলতান আল একরাম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুÐু উপজেলার হাজী আরশাদ আলী ডিগ্রি কলেজের পাশে কাপাশহাটিয়া গ্রামের মনি কুড়ির মাঠ থেকে পল্লী বিদ্যুতের ২টি ট্রান্স মিটার চুরি হয়েছে। গত ৪মে গভির রাতে গ্রামের জাহাঙ্গীর হোসেনের ডিপ-টিউবয়েল থেকে এই ট্রান্সমিটার ২টি চুরি হয়। এই ট্রান্সমিটার ২টির আওতায় প্রায় ৩০০বিঘা জমি চাষ করা হচ্ছিল। কৃষকরা ১৫দিন যাবত তাদের ফসলে পানি দিতে না পারায় ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানান।
ট্রান্সমিটারের মালিক জাহাঙ্গীর হোসেন জানান উদ্দেশ্যমূলক ভাবে গ্রামের নাজের মন্ডলের ছেলে চিহ্নিত সন্ত্রাসী ও একাধীক মামলার আসামী বাবলু এবং তার সন্ত্রাসী বাহিনি আমার এই ট্রান্সমিটার ২টি চুরি করেছে বলে আমার ধারণা।
বাবলুর নামে এর আগেও ট্রান্সমিটার চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে জানাগেছে তার মধ্যে মামলা নং ট্রান্সমিটার চুরির এসপিসি ১২৪/২০১৮, হত্যা মামলা ১৭/১১৮ তারিখ ২৪/১২/২০০০ইংসহ, চাঁদাবাজী ও নাশকতার মামলা করেছে। আমি তাদের নামে অভিযোগ করতে থানায় গেলে থানা আমার অভিযোগ গ্রহন না করে ট্রান্সমিটার চুরি ব্যাপারে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে এজাহার দাখিল করতে বলেন। পুলিশ এব্যাপারে এখনো কোন পদক্ষেপ নেয়নি বলে জানান। কয়েকদিন ধরে পানি না পেয়ে মাঠের ইরি-বোরো ধান, পাট, কলা, পান, মরিচ ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানায় এলাকাবাসী। ঝিনাইদহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা মিজানুর রহমান জানান ঘটনা শোনার পর আমি ঘটনাস্থলে লোক পাঠিয়ে ছিলাম।
এব্যাপারে হরিণাকুÐু থানার তদন্তকারী এস আই জলিল বলেন অভিযোগটি পেয়েছি তদন্ত সাপেক্ষে দ্রæত ব্যবস্থা গ্রহন করা হবে।