হরিনাকুন্ডু
ঝিনাইদহের কৃতি সন্তান কাজী মনিরুজ্জামান
কাজী মনিরুজ্জামান ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু পৌরসভার বৈঠাপাড়া গ্রামে কাজী বজলুর রহমান ও আলেয়া কাজী দম্পতির একমাত্র পুত্র।
হরিণাকুণ্ডু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিণাকুণ্ডু প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় এবং কুষ্টিয়া সরকারি কলেজ হতে উচ্চ্মাধ্যমিক স্তর পর্যন্ত কৃতিত্বের সাথে শিক্ষা জীবন সম্পন্ন করে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
২৫ তম বিসিএস উর্ত্তীণ হয়ে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্ম জীবন শুরু করেন। সাফল্যের সাথে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন।
সদ্য তিনি পুলিশ সুপার হিসেবে পদন্নোতি পাওয়ায় আমার তার সাফল্য কামনা করছি।