ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পল্লীতে বজ্রপাতে এক কৃষকের ১১ একর মৎস্য ঘেরের প্রায় ১২০ মণ মাছ মারা গেছে।
ঘেরের মালিক মৎস্যচাষি মহেশপুর উপজেলার পাকরাইল গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে দীন মোহাম্মদ জানান, ব্যাংক থেকে লোন নিয়ে ১১ একর জমিতে বিভিন্ন জাতের মাছের চাষ করে ছিলাম। এ পর্যন্ত ১১ একর জলাশয়ে ৮ লাখ টাকা খরচ হয়েছে। এ থেকে ১২ টন মাছ উৎপাদন হতো যার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা। ঈদের দিন বিকেল ৪টার সময় ঘেরে বজ্রপাত হয়। বজ্রপাতের কারণে ওই দিনই সন্ধ্যা ৬টা থেকে মাছ মরে ভাসতে শুরু করে। পরের দিন সকাল পর্যন্ত ১২০ মণ মাছ মরে ভেসে উঠে। মাছ মারা যাওয়ায় ঘের মালিকের আনুমানিক ৩৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।
মহেশপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, আমি ঘটনা স্থল পরিদর্শন করে মাছের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছি। ভিসেরা রিপোর্ট পেলে বিস্তারিত জানানো হবে। তিনি মাছ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।