ঝিনাইদহে ফসলের সাথে শত্রুতা
#মাজেদ রেজা বাধন, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার ১৫নং কালিচরণপুর ইউনিয়নের হাট বাকুয়া গ্রামের প্রান্তিক চাষী এরশাদ শিকদারের ছেলে টিটন শিকদারের ২৪ শতক জমির টালে ওঠে যাওয়া লাউ গাছ সামাজিক দলাদলির জের ধরে কে বা কারা শনিবার রাতের অন্ধকারে সম্পূর্নটাই কেটে ফেলে রেখে গেছে।
টিটন শিকদার জানায়, আমার নিজের কোন জমি নেই আমি ২৪শতক জমি খোকনের নিকট থেকে ৭৫০০ টাকায় লিজ নিয়ে উন্নত হাই ব্রিড লাউ চাষ করি। লাউ এর ক্ষেতে আমার এপর্যন্ত প্রায় চল্লিশ হাজার টাকা মত খরচ হয়েছে।
এছাড়াও আমি দিনরাত লাউ এর ক্ষেতে পরিশ্রম করি। আমার লাউগাছগুলো টালে ওঠে গেছে। কিছু কিছু গাছে ফুল ও লাউ ধরতেও শুরু করেছে। আজ সকালে লাউ এর ক্ষেতে কাজ করতে এসে দেখি আমার সব লাউ গাছ কে বা কারা কেটে পাশের বিভিন্ন ক্ষেতে ছিটিয়ে ফেলে রেখে গেছে। আমি কিস্তি ওঠিয়ে এবং ধার কর্য করে এই লাউ চাষ করেছিলাম। আমার এই লাউ গাছ খুব সুন্দর হয়েছিলো। কম করে হলেও আমি এই মৌসুমে এক লক্ষ টাকার লাউ বিক্রি করতে পারতাম। খরচ খরচা বাদেও সকল ঋণ পরিষোধ করে আমার ৫০ হাজার টাকা মত লাভ থাকত। কিন্ত আমাকে সর্ব শান্ত করে দিয়েছে। এখন আমি কিভাবে জমির টাকা, কিস্তির টাকা এবং দোকানের বাকি পরিষোধ করবো।
তাছাড়াও আমার দুটি সন্তান স্কুলে পড়া লেখা করে তাদের খরচ এবং সংসার কি দিয়ে চালাবো। হাট বাকুয়া ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম পিন্টু জানায় পূর্ব শত্রুতার জের ধরে তাকে এই ধরনের ক্ষতির সম্মুখীন করা হয়েছে।
আমি এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই সাথে সাথে আর যেন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমার এলাকায় না ঘটে তার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।