ঝিনাইদহের বাজার গোপালপুর মধুহাটি ইউনিয়নের প্রানকেন্দ্র
#মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের বাজার গোপালপুর সৌন্দর্য ও নিরাপদ বাজার বলে দাবি করেছেন এলাকাবাসি। ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের প্রানকেন্দ্র বলে বিবেচিত বাজার গোপালপুর।
জানা যায়, ১৯৮৮ সালে ভুমি জরিপে রেকোর্ড ১৫ নং মওজায় গোপালপুর নামে পরিচিত থাকলেও বাজারটির কারনে পরবর্তিতে বাজার গোপালপুর নামে পরিচিতি পায়।
একাধিক ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, এটি ইউনিয়নের দ্বিতীয় হাট। বাজারের প্রতিষ্ঠা কালিন কোন ব্যবসায়ী আজ আর জীবিত নেই। তবে পাকিস্তান আমলে বাজারটির অবস্থান ছিল। দীর্ঘ দিনের পুরাতন হলেও গত দুই যুগ বাজারটিতে ভালো ব্যবসায়ীদের আগমন ঘটে।
বর্তমানে বাজারটিতে আধুনিকথার ছোয়া লেগেছে। ২ নং মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল বাজারের ব্যবসায়ি, ক্রেতাদের নিরাপদের কথা বিবেচনা করে গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে সিসি ক্যামেরা স্থাপন করেছেন। রাতে বাজারের সৌর আলোর স্থাপন করা হয়েছে। বাজারের সৌন্দর্য বৃদ্ধি করতে মেইস্টান্ডে পায়রা চত্ত্বর, পশ্চিম পাশের প্রবেশ পথে দোয়েল চত্ত্বর এবং দক্ষিণ পাশে ডলফিন নির্মান করা হয়েছে।
এছাড়া বাজারের সাথে ইউনিয়ন পরিষদটির সামনে পানির ফোয়ারা, পরিষদের ছাদে বাগান তৈরি করে শোভা বৃদ্ধি করা হয়েছে। তবে সবকিছু মিলে এটাই ঝিনাইদহের নিরাপদ ও সৌন্দর্য পূর্ন বাজার বলে দাবি করেন এলাকাবাসি।