ঝিনাইদহে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বন্ধে মতবিনিময়
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি হরিনাক্ডুু শাখার পরিচালনায় নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বন্ধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ ঔষধ প্রশাসনের আয়োজনে হরিনাকুন্ডু উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ আয়োজন করা হয়।
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি হরিনাক্ডুু শাখার সভাপতি মো: রাহবর ইমাম লুনার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের ঔষধ প্রশাসন, ঔষধ তত্ত্বাবধায়ক মো: নাজমুল হাসান, হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ জামিনুর রশিদ প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বন্ধে সব ধরনের আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে কাজ করছে সরকার।
এদিকে ফার্মেসী মালিকদের দাবি মেয়াদোত্তীর্ণ ঔষধ উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পুরোপুরি বন্ধ সম্ভব হবে না।
ঝিনাইদহের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঔষধ প্রশাসন, ঔষধ তত্ত্বাবধায়ক নাজমুল হাসান বলেন, মহাপরিচালক মহদ্বয়ের নির্দেশে কোম্পানীর মাধ্যমে জেলার সকল ফার্মেসীগুলো থেকে মেয়াদোত্তীর্ণ ঔষধ উত্তোলন করে নিয়েছে বিধায় মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যাচ্ছে না।