মাঠে-ময়দানে

সেমিফাইনালে কুমড়াবাড়িয়া-হরিশংকরপুর-পদ্মাকর ও ভুটিয়াগাঁতী প্রাথমিক স্কুল

#এলিস হক, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহ উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় দিনে উপজেলা পর্যায়ের ৪টি কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ১৭ই জুলাই’১৯ সকাল ৯টায় প্রথম খেলায় টাইব্রেকার কিকে কুড়াবাড়িয়া ইউনিয়নের ডেফলবাড়ী সরকারি প্রাথমিক স্কুল ৪-৩ গোলে হলিধানী ইউনিয়নের কাতলামারী সরকারি প্রাথমিক স্কুলকে হারিয়ে বালক বিভাগের সেমিফাইনালে উঠেছে। খেলার নির্ধারিত সময় গোলশূন্য ড্র ছিল।

ডেফলবাড়ী ; সাইফুল, আরাফাত, আকাশ, শোভন, অনিক, তুষার মালিথা, রিফাত, আশিকুর,রাকিব, সৌরভ ও আবদুর রব।

কাতলামারী : অন্তত মীর, সাব্বির, রাহিন, ওসমান, মকিবুল, সাব্বির, আলামিন, শামিম হৃদয়, আরিফুর, ওমর ফারুক ও সাকিবুল। রেফারি : জামাল হোসেন। সহকারী রেফারি : শেখ মোহাম্মদ বেলাল হোসাইন ও শাহানুর রহমান।

কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় খেলায় হরিশংকরপুর ইউনিয়নের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে গান্না ইউনিয়নের গান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। খেলায় বিজয়ী দলের শফিকুল ইসলাম একমাত্র জয়সূচক গোলটি করেন।

পাইকপাড়া : হারিজ, রিয়াজ, আন্নাস, নাঈম, হৃদয় মিয়া, আবদুল্লাহ প্রধান, ইয়াসিন হোসেন, ইয়াসিন আরাফাত, তানজিল ও শফিকুল ইসলাম।

গান্না : মেহেদী, মাহফুজুর, রিগান, শিমুল, শান্ত মন্ডল, রনি, ইমন, রবিনুর, হাবিবুর, সুদীপ্ত ও সোহান।

রেফারি : শেখ মোহাম্মদ বেলাল হোসেন। সহকারী রেফারি : জামাল হোসেন ও শাহানুর রহমান।

কোয়ার্টার ফাইনালের তৃতীয় খেলায় টাইব্রেকার কিকে পদ্মাকর ইউনিয়নের মাওলানাবাদ সরকারি প্রাথমিক স্কুল ৪-২ গোলে মধুহাটী ইউনিয়নের বাজার গোপালপুর সরকারি প্রাথমিক স্কুলকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে। নির্ধারিত সময় উভয় দল ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ করে। মাওলানাবাদ স্কুলের পক্ষে পলাশ ও বাজার গোপালপুর স্কুলের পক্ষে ইমন মিয়া গোল করেন।

মাওলানাবাদ : তোফাজ্জেল, শাওন, সালমান পলাশ, তানজির হুসাইন, সিফাত আল হাসান, হাবিবুল বাশার, সাকিবুল, মেহেরুল ইসলাম, আবদুর রহমান ও সিয়াম।

বাজার গোপালপুর : নাইম মিয়া, বরকত আলী, আবদুল্লাহ আল মামুন, তাহসিন সাইফুল, আসিফ মিয়া, ইমন মিয়া, রবিউল, মুজাহিদুল, সজল ও ইমরান।

রেফারি : রবিউল ইসলাম। সহকারী রেফারি : আজিজুর রহমান শামীম ও শাহানুর রহমান।

দিনের শেষ চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলায় ঝিনাইদহ পৌরসভার ৪৩ নম্বর ভুটিয়ারগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ঘোড়শাল ইউনিয়নের ১০০ নম্বর পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে উন্নীত হয়েছে। বিজয়ী দলের ১০ নম্বর জার্সি মোহাম্মদ আকাশ জয়সূচক গোলটি করেন।

ভুটিয়ারগাঁতী : রিহাদ মন্ডল, তানজিল, রুহুল আমিন, ছিফাতুর রহমান, মারুফ, রিহাদ হোসেন, রুমান মুন্সি, অহিদুল, আলামিন, আকাশ রহমান ও আবু বকর সিয়াম।

পিরোজপুর : সাজেদুল, লাইচ, আরাফাত, সিপন, সাপিন, রাসেল, সাব্বির, বাপ্পী, আশিকুর, আকাশ ও শফিনুর।

রেফারি : রবিউল ইসলাম। সহকারী রেফারি : শেখ মোহাম্মদ বেলাল হোসাইন ও আজিজুর রহমান শামীম।

এলিস হক

ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া ধারাভাষ্যকার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button