সেমিতে পোড়াবাকড়ী প্রাইমারী স্কুল।। ঋতু’র প্রথম হ্যাটট্রিক
#এলিস হক, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় দিনে উপজেলা পর্যায়ের বালিকাদের ৪টি কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৭ই জুলাই’১৯ বিকাল সাড়ে ৩টায় দ্বিতীয় খেলায় হরিশংকরপুর ইউনিয়নের পোড়াবাকড়ী সরকারি প্রাথমিক স্কুল ৫-০ গোলে গান্না ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক স্কুলকে হারিয়ে বালিকা বিভাগের সেমিফাইনালে উঠেছে।
প্রতিযোগিতার প্রথম হ্যাটট্রিক ঋতু খাতুনের…
বিজয়িনী দলের পক্ষে ১০ নম্বর জার্সিধারী ক্ষুদে কিশোরী খেলোয়াড় ঋতু খাতুন হ্যাটট্রিকসহ একাই ৪টি গোল করেছেন। প্রত্যক্ষদর্শীরা এই প্রতিবেদককে জানান, খেলারই এক পর্যায়ে পোড়াবাকড়ীর ঋতু খাতুন মাঝমাঠ হতে দর্শনীয়ভাবে লম্বা কিক করেন এবং প্রতিপক্ষ রঘুনাথপুরের গোলপোস্টের জালে বল জড়িয়ে যায়। যা কিনা উপস্থিত সকল দর্শক বিস্ময় প্রকাশ করেন।
অপরটি গোল করেন ১১ নম্বর জার্সিধারী কিশোরী খেলোয়াড় সোহাগী খাতুন।
পোড়াবাকড়ী : সুরাইয়া গোলকিপার, মৃতি, নুপুর, সুরাইয়া খাতুন, দিথি খাতুন, ঋতু খাতুন, সোহাগী খাতুন, আন্না খাতুন, জীম খাতুন, মিলা ও জিনিয়া।
রঘুনাথপুর : ইতি গোলকিপার, রূপা, সুরাইয়া, সুমনা, ফাতেমা, নয়নতারা, মায়া, হীরা, রুমানা, আনিকা ও কনা। রেফারি : আজিজুর রহমান শামীম। সহকারী রেফারি : মোহাম্মদ আলী ও শাহানুর রহমান।
এলিস হক
ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া ধারাভাষ্যকার