বদলি খেলোয়াড় নামানো যাবে ক্রিকেটেও
#ঝিনাইদহের চোখঃ
ক্রিকেটে মাঠে মাথায় আঘাত পাওয়া খেলোয়াড়ের বদলি নামানোর নিয়ম পাশ করেছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ ও প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মটি কার্যকর হবে।
ঘরোয়া ক্রিকেটে দুই বছর পরীক্ষা-নিরীক্ষার পর বৃহস্পতিবার (১৮ জুলাই) লন্ডনে আইসিসির চলতি বার্ষিক সম্মেলনে এমন সিদ্ধান্তে উপনীত হলো ক্রিকেটের অভিভাবক সংস্থা।
এক বিবৃতিতে আইসিসি জানায়, বদলি খেলোয়াড় নেয়ার সিদ্ধান্ত নেবেন দলের ফিজিও। ওই ক্রিকেটারকে অবশ্যই একই মানের হতে হবে। তাতে ম্যাচ রেফারির অনুমোদন থাকবে।
ক্রিকেট কমিটির সুপারিশ অনুযায়ী, স্লো ওভার রেটের শাস্তিতে পরিবর্তন এনেছে আইসিসি। টানা বা গুরুতর মন্থর ওভার রেটের কারণে অধিনায়ক আর নিষিদ্ধ হবেন না। আগে ক্যাপ্টেনের অর্ধেক জরিমানা করা হতো বাকি ক্রিকেটারদের। এখন দলপতির সমান তাদেরও জরিমানা গুনতে হবে।
শিগগির মাঠে গড়াচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। এক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে আইসিসি। এ টুর্নামেন্টের ম্যাচে নির্ধারিত সময়ের পর করা প্রতিটি ওভারের জন্য দুটি করে কম্পিটিশন পয়েন্ট হারাতে হবে অভিযুক্ত দলকে।