মহেশপুর
ঝিনাইদহে চোরাইপথে আনা হয় ভারতীয় বাচ্চা কচ্ছপ
#মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১৭৫ ভারতীয় বাচ্চা কচ্ছপ উদ্ধার করেছে বিজিবি।
সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ৫৮ বিজিবি’র যাদবপুর ক্যাম্পের টহলদল মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্ত পিলার ৫১ এলকায় বাংলাদেশের অভ্যন্তরে কানাইডাংগা গ্রামের মধ্যে হতে মালিকবিহীন অবস্থায় এই কচ্ছপ উদ্ধার করে।
৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন জানান, কচ্ছপগুলো চোরাইপথে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করা হয় বলে যোগ করেন এই বিজিবি কর্মকর্তা।