#সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ- মাগুরা মহাসড়কের হাট গোপাল পুর একটি গুরুত্ব পূর্ণ বাজার। এই বাজারের মধ্যে দিয়ে চলে গেছে শৈলকূপা টু হাট গোপালপুর সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন লক্ষ্য লক্ষ্য মানুষ ঝিনাইদহ মাগুরা শহর সহ দুর-দুরান্তে যাতায়াত করে।
https://www.youtube.com/watch?v=JZIUVGyCvzA&t=2s
গত বছরের নভেম্বর মাস থেকে সড়কের মেরামত কাজ শুরু হয়। কাজের শুরুতেই বাজারের ভিতরের রাস্তা খনন করে।
ঝিনাইদহ মাগুরা সড়ক থেকে শুরু করে নদীর ব্রীজ বাদ রেখে বাকি রাস্তার কাজ শেষ হয়ে গেলেও শেষ হয়নি বাজারের মাঝের রাস্তা। যার কারনে একটু বৃষ্টি হলেই এই রাস্তায় পানি বেঁধে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যার ফলে ঝিনাইদহ মাগুরা জেলার মানুষের বিড়ম্বনার শেষ নেই। প্রতিনিয়ন ঘটছে দুর্ঘটনা।
ভাঙ্গছে মানুষের হাত পা। সরকার মানুষের বিড়ম্বনার কথা ভেবে বরাদ্দ করলেও উন্নয়নের এই বরাদ্দ মানুষের ভুগান্তি বাড়িয়ে দিচ্ছে। যার কারনে সাধারন মানুষ এই ভোগান্তির নাম দিয়েছে উন্নয়নের বিড়ম্বনা।
এই প্রসঙ্গে ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহামেদ বলেন যে শৈলকূপার শামীম হোসেন মোল্লা ঠিকাদার কাজ টি পেয়েছেন। তাকে বার বার তাগাদা দেওয়ার পরও সে কাজ টা শেষ করছে না। তবে জানতে পেরেছি যে তার অনেক সাইড থাকার কারনে সময় অভাবে এই কাজ টি শেষ করতে পারছে না।