ঝিনাইদহ সদর
ঝিনাইদহে আগুনে পুড়ছে যাদের জীবন (ভিডিও সহ)
#রিজভী ইয়ামিন, ঝিনাইদহের চোখঃ
ঠুং-ঠাং শব্দে সকাল থেকে শুরু হয় প্রতিদিনের কর্মব্যস্ততা। আর এভাবেই চলে গভীর রাত পর্যন্ত। পুড়ছে কইলা, ঝুলছে লোহা তার ওপরে আবার হাতুরির আঘাত।
কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঝিনাইদহের কামাররা। তারা তৈরি করছে পশু জবাইয়ের ছুরি, বটনি, দা, ধামা, চাপাতি।
এছাড়াও বিদেশী ছুরি,চাপাতি আমদানি হওয়ায় দেশীয়গুলোর চাহিদা কমে গেছে। ক্রেতারা জানান, গত বছরের চেয়ে এ বছর দা, ছুরির দাম অনেক বেশী।
কর্মকাররা জানান, কারিগরের মজুরী অনেক বেড়েছে। একজন ভালো মানের কারিগরের মজুরী এখন ৫শ টাকা। সাধারন মানের কারিগরের মজুরী ৩শ থেকে ৩শ ৫০ টাকা। এতো টাকা পুঁজি দিয়ে এখন আর পোষায় না। তারা এ শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের সহযোগীতা চেয়েছেন।