শোক দিবসে মহিলা আওয়ামীলীগের উদ্যগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ
#সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে স্থানীয় শিশু একাডেমী প্রাঙ্গনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম এর উদ্দোগে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ,পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম প্রমূখ।
এসময় বক্তারা, বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবী জানান।আলোচনা শেষে ৩হাজার দুস্থ,শিশু,মহিলা ও পুরুষের মাঝে অতিথিগন খাবার বিতরন করেন।
এদিকে ঝিনাইদহের পৌর ২ নং ওয়ার্ডের কচাতলা মোড়ে জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হায়দার আলীর নেতৃত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও খাদ্য বিতরণের মধ্যে দিয়ে পালন করেছে জাতীয় শোক দিবস।
আদর্শপাড়া আওয়ামীলীগের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাঙ্গালীভোজ বিতরন করেন জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হায়দার আলী ।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের স্থানীয় নেতাগন, মসজিদের ইমাম মাওলানা আব্দুর রশীদ, মসজিদ কমিটির নেতা গোলজার হোসেন প্রমূখ।হায়দার আলীর উদ্দোগে সকালে শহরের কচাতলা থেকে একটি শোক র্যালী বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়।