মহেশপুর

আজমপুর ইউপিতে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে অভিযান

#শামীম খাঁন, ঝিনাইদহের চোখঃ

নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি” এ স্লোগানকে সামনে রেখে
দেশব্যাপী মশক নিধন, পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ উপলক্ষ্যে আজমপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ০৯ সেপ্টম্বর মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার সকালে রামচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকের সামনে মশক নিধনে মেশিনের মাধ্যমে ধোঁয়া প্রদান ও পরিস্কার পরিচ্ছন্নতার লক্ষ্যে ময়লা, আবর্জনা, আগাছা পরিস্কার করা হয়। উক্ত কর্মসূচীতে ১২নং আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সাত্তার খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাশ্বতী শীল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোসাঃ মেহেরুন্নেছা, আজমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আকিদুর রহমান, জেলা সৈনিকলীগ সদস্য মোঃ আজিজুর রহমান মন্টু, বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশীদ, বি,আর এ,কে এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামিরুল ইসলাম প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব অধীর কুমার পাল, উপ-সহকারী কৃষি অফিসার ইমরান কাজী, ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, সাংবাদিক, গ্রাম পুলিশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সকলের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে সারা দেশে ডেঙ্গুজ্বরের প্রবণতা দেখা দিয়েছে এর হাত থেকে বাঁচতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশ ঝোপঝাড় পরিস্কার রাখতে হবে। মশার জন্মস্থান ধ্বংস করে দিতে হবে।

দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতার অংশ হিসাবে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান অব্যহত থাকবে। আমাদের সবার বাড়ির আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে মশার বংশ বিস্তার কমে যাবে। এব্যাপারে সকলে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button