২ মিনিটে ৮ লক্ষ টাকা ও ৩ টি মোবাইল
#শামিম খাঁন, ঝিনাইদহের চোখঃ
গত ৯ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ৭ ঘটিকার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে শফি কম্পিউটারের মালিক বিকাশ এজেন্টার শফিকুল ইসলামের নগত ৮ লাখ টাকা সহ ৩টি মোবাইল সেট হাতিয়ে নিয়ে ২/৩ মিনিটের মধ্যে চোর পালিয়ে গেছে।
জানা গেছে শফিকুল ইসলাম প্রতিদিনের ন্যায় সকালে বিকাশের ক্যাশসহ তার ব্যবসা প্রতিষ্ঠানে আসে, ঐ দিন তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে কাচা মালের বাজার চলছিল, তিনি ঘরের সামনে মটর সাইকেল ও ক্যাশ ব্যাগ রেখে চাবী দ্বারা ঘরের শার্টারের তালা খুলছিল, তালা খোলা কালিন আগ থেকে ওত পেতে থাকা চোর তাহার অজান্তে সুযোগ বুঝে মটর সাইকেলে রাখা ৮ লাখ টাকা ও বিকাশ লেনদেনের ৩ টি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়।
শফিকুল তালা খুলে পাশ ফিরে দেখে তার মটর সাইকেলে রাখা টাকার ব্যাগটি নাই। এসময় তার আত্যচিৎকারে বাজারের লোকজন জড়ো হয়েও চোরকে তারা কেও দেখতে পারেনি।
এ ব্যাপারে ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান চোরেরা পরিকল্পিত ভাবে আগ থেকে শার্টারের তালার ভিতরে সুপার ব্লু আটা দিয়ে রেখেছে, আমি টাকার ব্যাগ সহ মটর সাইকেলটি ঘরের সামনে রেখে শার্টারের তালা চাবী দ্বারা খুলতে গিয়ে নাজেহাল হয়ে পড়ি, অনেক কষ্ট করে তালা খুলতে পারি।
আমি তালা খোলার কাজে ব্যস্ত থাকার সুযোগে আগ থেকে ওৎ পেতে থাকা চোর আমার অজান্তে মাত্র ২/৩ মিনিটের মধ্যে মটর সাইকেল থেকে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। এব্যাপারে মহেশপুর থানায় একটি জিডি হয়েছে।